A humble attempt by Dr. Runu Banerjee Memorial Polyclinic
We know that India is fighting the second wave of COVID-19 at the moment and it is our responsibility to come forward to help each other, to overcome this difficult time. As a dedicated team pioneering this fight, we have taken a new initiative to fulfill our promise of delivering some of the most needed help to people affected by COVID – Supply of food and essential medicines to COVID-19 affected people in Uttarpara.
If you are a COVID-19 patient and stay at home in a residence; do not worry. Register your mobile number on our WhatsApp or mobile. We will provide free home delivery of vegetarian food and essential medicines twice a day during your quarantine period through our contactless delivery.
Let’s fight the fight against Covid-19 with a strong effort.
ডা: রুনু ব্যানার্জী মেমোরিয়াল পলিক্লিনিকের একটি বিনম্র প্রচেষ্টা:-
আমরা জানি যে, ভারত এই মুহূর্তে কোভিড-19 এর দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে এবং এই কঠিন সময় নির্বিঘ্নে পার করবার জন্য, একে অপরের সাহায্যে এগিয়ে আসা, আমাদের সবার দায়িত্ব। এই লড়াইয়ে অগ্রগামী এক উৎসর্গীকৃত দল হিসেবে, কোভিড আক্রান্ত মানুষদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কিছু সাহায্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণের জন্য আমরা এক নতুন প্রচেষ্টা হাতে নিয়েছি।
উত্তরপাড়ায় কোভিড – 19 আক্রান্তদের আহার ও অত্যাবশ্যক ওষুধ সরবরাহ:-
আপনি যদি কোভিড – 19 রোগী হন এবং নিভৃতবাসে বাড়িতে থাকেন; দুশ্চিন্তা করবেন না। আমাদের হোয়াটসঅ্যাপে বা মোবাইলে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করে নিন। আপনার নিভৃতবাসের সময়টাতে দু’বেলা নিরামিষ আহার ও অত্যাবশ্যক ওষুধ আমরা বিনামূল্যে বাড়িতে সরবরাহ করবো; সংযোগবিহীন ব্যবস্থায়।
আসুন, সকলে মিলে, দৃঢ় প্রচেষ্টায় আমরা কোভিড – 19 এর বিরুদ্ধে যুদ্ধটা লড়ি।